Sunday, August 10, 2014

বার্ষিক পরীক্ষার প্রস্তুতি-২০১৪, শ্রেণি: সপ্তম, বিষয়: বিজ্ঞান

8:19 AM


হক প্রাইভেট হোম
অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০১৪ এর প্রস্তুতি
শ্রেণি: সপ্তম                                                                           বিষয়: বিজ্ঞান
১। বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থা মানেই নানা রকম প্রুক্তির ব্যবহার। একটি রনির বিজ্ঞান শিক্ষক প্রজেক্টর ব্যবহার করে বিজ্ঞান  ক্লাস নিতে গিয়ে মানবদেহের বিভিন্ন অংশের ভিডিও চিত্র প্রদর্শন করলেন। রনি  বিষয়গুলো বিস্মিত হলো। তখন রনির স্যার বললেন  এই  বিষয়গুলো প্রতিটি মানুষের দেহে সময় নিজ ছন্দ্রে চলতে থাকে। আর এটি যখন বন্ধ হয়ে যায় তখন মানুষের রক্ত চলাচল বন্ধ হয়ে মানুষ মারা যায়। চিত্রটি নিম্নরূপ।
                                
ক) পরিপাক কি?
খ) এনজাইম কাকে বলে?  এর কাজকি?
গ) রনির স্যার মানবদেহের যে অংশের কথা বললেন তার গঠন বর্ণনা কর।
ঘ) উদ্দীপকে যে বিষয়ের কথা বলা হয়েছে, তার মাধ্যমে রক্ত কিভাবে সঞ্চালিত হয়-ব্যাখ্যা কর।
২। নিচর  লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:  
                                                     
ক) রক্ত কি?
খ) ধমনী এবং শিরার পার্থক্য লেখ।
গ) চিত্রে এক ধরণের  কণিকার কথা বুঝানো হয়েছ তা কত প্রকার এবং কি কি বর্ণনা দাও?
খ) উদ্দীপকের চিত্র দ্বারা যার কণিকার কথা বলা হয়েছে তার কাজ বর্ণনা কর।
৩। নিচের চিত্র দুটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
                                                            
                               চিত্র-১                                     চিত্র-২
 ক) শৈবাল কি?
খ) ছত্রাকের গুরুত্ব আলোচনা কর।
গ) উদ্দীপকের প্রথম চিত্রেযে অনুজীবের কথা বলা হয়েছে তার গঠন, জীবন চক্র এবং অপকারীতা আলোচনা কর।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় চিত্রে যে অনুজীবের কথা বলা হয়েছে তার প্রকারভেদ এবং উপকারীতা বর্ণনা কর।
৪। বর্তমান যুগে যে হারে শক্তির অপচয় হচ্ছে তা, বিজ্ঞানীদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িছে। তাই বিজ্ঞানীরা শক্তির বিকল্প উৎসের সন্ধানের উপর বেশি নজর দিচ্ছে। বিজ্ঞানীরা  অনাবায়নযোগ্য শক্তির পরিরর্তে নবায়নযোগ্য শক্তির কথা চিন্তা করলে তা শতভাগ কার্যকর হচ্ছে না।  তাই শক্তি ব্যবহারের আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন।
ক) শক্তির রূপান্তর কি?

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 Haque Private Home. All rights resevered. Designed by Shuvo

Back To Top