হক প্রাইভেট হোম
জে এস সি পরীক্ষা ২০১৪ এর প্রস্তুতি
বিষয়: বিজ্ঞান-অধ্যায়-৪
১। ফুল কোন উদ্ভিদের জনন অঙ্গ?
ক) ছোট খ) উন্নত গ) অনুন্নত ঘ) সবগুলোর
২। ফল প্রধানত কয় ধরণের ?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৩। জনন কোষ সৃষ্টির পূর্বশর্ত কোনটি ?
ক) পরাগায়ন খ) নিষিক্তকরণ গ) প্রভাবক
ঘ) পরাগ সংযোগ
৪। ডিম্বকের ভেতরে থাকে কোনটি ?
ক) বীজ
খ) ভ্রূনথলি গ) ফল ঘ) মাইক্রোপাইল
৫। কোন ফুলের পাপড়ীগুলো পরস্পর
যুক্ত থাকে?
ক) গোলাপ খ) ডালিয়া গ) ধুতরা ঘ) গাধা
৬। কোনটিতে পর-পরাগায়ন দেখা যায় না?
ক) শিমুল খ) পেঁপে
গ) আম ঘ)
কুমড়া
৭। স্টোলন কোন উদ্ভিদের জননে সাহায্য করে?
ক) পটল খ) গোলআলু গ) মিষ্টি আলু ঘ) পুদিনা।
৮। কোনটি গুচ্ছ ফল?
ক) আম খ) শরীফা গ) কাঠাল ঘ) আনারস।
৯। পেনিসিলিয়াম নিচের কোনটির
মাধ্যমে বংশবিস্তার করে?
ক) স্পোর খ)
কন্দ গ) অফসেট ঘ ) পর্ণকান্ড।
১০। মূলের মাধ্যম প্রাকৃতিক অঙ্গজ প্রজনন হয়-
ক) সেগুন খ) আলূ গ) কচু ঘ) পুদিনা।
১১। বুলবুল সৃষ্টির মাধ্যমে
বংশবিস্তার করে কোনটি?
ক) চুপড়ি আলু খ) ফণিমণসা
গ) স্পাইরোগাইরা ঘ) মিউকর।
১২। নিচের কোনটি গর্ভপত্রের অংশ
নয় কোনটি?
ক) পরাগধাণী খ) গর্ভাশয় গ) গর্ভমুন্ড ঘ) গর্ভদন্ড
১৩। কোনটি ফুলের অত্যাবশ্যকীয়
স্তবক?
ক) পুষ্পাক্ষ খ) স্ত্রীস্তবক গ) গর্ভাশয় ঘ) গর্ভমুন্ড।
১৪। ফুল ছোট, হালকা এবং
মধুগ্রন্ধিহীন কোনটির?
ক) সরিষা খ) পাতা শ্যাওলা গ) ধান ঘ) কদম
১৫। নিচের কোনটি প্রাণী পরাগী ফুল
নয়?
ক) কদম খ) শিমুল গ) কচু ঘ) কুমড়া।
১৬। কোনটি অপ্রকৃত ফল?
ক) আপেল খ) আম গ) নয়নতারা ঘ) কাঠাঁল
১৭। কোনটিতে মৃদভেদী অঙ্কুরোদগম
হয়?
ক) রেড়ী খ) ছোলা গ) ধান ঘ) গম
১৮। নীরস ফল নয় কোনটি ?
ক) শিম খ) ঢেঁড়স গ) সরিষা ঘ) নয়নতারা।
১৯। পর-পরাগায়ন ঘটে নিচের কোন
উদ্ভিদে?
ক) সরিষা খ) কুমড়া গ) শিমুল ঘ) ধুতরা।
২০। ফুলের বিভিন্ন অংশকে রক্ষা
করে কোনটি?
ক) দলমন্ডল খ) বৃতি গ) বৃন্ত ঘ) উপবৃতি।
২১। নিচের কোনটি মাটির নিচে
সমান্তরালভাবে অবস্থান করে?
ক) আদা খ) কচুর লতি গ) পুদিনা ঘ) চুপড়ি আলু
২২। সম্পূর্ণ ফুলে নিচের কোন
অংশটি থাকে না?
ক) বৃতি খ) উপবৃতি গ) পুষ্পাক্ষ ঘ) দল।
২৩। ডিম্বকের ক্ষেত্রে বলা যায়- i. গর্ভাশয়ের
ভিতরে সাজানো থাকে ii. এখানে ডিম্বাণু সৃষ্টি হয় iii. এরা অন্যের সাহায্য নিয়ে জনন কাজে অংশগ্রহণ করে না।
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii
২৪। গুচ্ছ ফলের মধ্যে উল্লেখযোগ্য
হচ্ছে-
i.আকন্দ ii. চম্পা iii. নয়নতারা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i,
ii, iii
২৫। মৃদভেদী অঙ্কুরোদগম দেখা যায়-
i.কুমড়া ii. রেড়ী iii. ধান নিচের
কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i,
ii, iii

0 comments:
Post a Comment