১। এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে ৮% মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা পরিশোধ করেন।
ক) সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল নির্ণয়ের সূত্র দুটি লেখ।
খ) সরল মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?
গ) চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এককালীন ঋণ পরিশোধ করতে হলে ২ বছর পর তার ঋণের পরিমাণ কত হবে?
২। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়।
ক) ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
খ) ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় কর।
গ) ঘরটি যদি আয়তাকার ধরে তার ক্ষেত্রফল নির্ণয় কর। ঘরটির চারপাশে ইটের প্রাচীর দিতে কত টাকা খরচ হবে? [ যখন ১ মিটার খরচ হয় ১০০০.৭৫ টাকা]
Sunday, November 2, 2014
জে. এস. সি. ২০১৪ এর সর্বশেষ প্রস্তুতি, বিষয়: গণিত
6:18 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment