Monday, December 29, 2014

জে. এস. সি. ফলাফল-২০১৪ সংক্রান্ত

পাবনা কালেক্টরেট পালিক স্কুল এন্ড কলেজ এর জে. এস. সি.২০১৪ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফলাফল প্রকাশের ৩০ মিনিট পূর্বেই সকল ছাত্রছাত্রীদের স্কুল ইনিফর্মে স্কুলে আসার জন্য নির্দেশ দেয়া হলো।

Sunday, December 14, 2014

বিজয় দিবস-২০১৪

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের যে সকল ছাত্র  বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের সবাইকে ১৫-১২-২০১৪ তারিখ সকাল ৭.৩০ এর মধ্যে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ  দেয়া হলো।

Tuesday, November 25, 2014

Saturday, November 22, 2014

Saturday, November 8, 2014

Thursday, November 6, 2014

জে. এস. সি. পরীক্ষা সংকান্ত

প্রিয়,
জে,. এস. সি. পরীক্ষার্থী তোমাদের জন্য রইল শুভ কামনা। সকলে মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে ভালো ফলাফর কর এটাই আমাদের কামনা।
তোমাদের অবগতির জন্য জানানো যাজ্ছে যে, ৭/১১/২০১৪ ইং তারিখের বাংলা প্রথম পত্র পরীক্ষা সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। তাই সকলকে যথাসময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া হল।

Sunday, November 2, 2014

জে. এস. সি. ২০১৪ এর সর্বশেষ প্রস্তুতি, বিষয়: গণিত

১। এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে ৮%  মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা পরিশোধ করেন।
ক) সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল নির্ণয়ের সূত্র দুটি লেখ।
খ) সরল মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে?
গ)  চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে  এককালীন ঋণ পরিশোধ করতে হলে ২ বছর পর তার ঋণের পরিমাণ কত হবে?
২। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়।
ক) ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
খ) ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় কর।
গ) ঘরটি যদি আয়তাকার ধরে তার ক্ষেত্রফল নির্ণয় কর। ঘরটির চারপাশে ইটের প্রাচীর দিতে কত টাকা খরচ হবে? [ যখন  ১ মিটার খরচ হয় ১০০০.৭৫ টাকা]

Tuesday, October 21, 2014

জে. এস. সি পরীক্ষার আসন সংক্রান্ত

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ২০১৪ সালের জে. এস. সি পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, পাবানা কালেক্টরেট পাবলিক স্কু এন্ড কলেজের ছাত্রছাত্রীদের জে. এস. সি. পরীক্ষা ২০১৪ এর কেন্দ্র হবে "কৃঞ্চপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়" পাবনা।

Thursday, September 25, 2014

Monday, September 15, 2014

সপ্তম শ্রেণির পড়াশোনা, বিষয়: গণিত (বহুনির্বাচনী)


১। পূর্ণবর্গসংখ্যার বর্গমূল একটি-
ক) স্বাভাবিক সংখ্যা    খ) অস্বাভাবিক সংখ্যা  
গ) ঋনাত্বক সংখ্যা     ঘ) কোনটাই নয়।
২। একক স্থানীয় অঙ্ক ৪ অথবা ৬ হলে তাদের বর্গ সংখ্যার একক স্থানে বসবে-
ক)      খ) ৫    গ) ৬     ঘ) ৭
৩। বর্গমূল প্রকাশের জন্য প্রতীক চিহ্ন রয়েছে-
ক)  একটি    খ) দুইটি      গ) তিনটি    ঘ) চারটি
৪। ৩১৩৬ এর বর্গমূল নিচের কোনটি?
ক) ৪৬   খ) ৫৬    গ) ৬৬     ঘ) ৭৬
৫।  ১ বর্গমিটার = কত বর্গফুট?
 ক) ১০.৭৬   খ) ২.৪৮    গ) ৬.৪৫     ঘ) ১৬.৩৯
৬। বর্গসংখ্যা এবং বর্গমূলের ক্ষেত্রে বলা যায়-  
ক)  একক স্থানীয় অঙ্ক ২, ৩, ৭, ৮ হলে সংখ্যাটি পূর্ণ নয়
খ একক স্থাণীয় অঙ্ক ১, ৪, ৫, ৬, ৯ হলে তা পূর্ণ বর্গ হয়
গ) শেষে জোড় সংখ্যক শূন্য থাকলে তা পূর্ণ বর্গ  হতে পারে।
ঘ) কোনটাই নয়
 ৭। ৬৫৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তা পূর্ণ বর্গ  হবে?  
ক) ৪৮   খ) ৬     গ ১২    ঘ) ৭৪
৮। ২৬.৫২২৫ এর বর্গমূল কত ?
ক) .৫১৫    খ) ৫.১৫    গ) ৫১.৫      ঘ) ৫১৫
৯।  ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে, ভগ্নাংশের ------ পাওয়া যায়?
ক)  বর্গ সংখ্যা                      খ) বর্গ   
গ) বর্গমূল                          ঘ)  কোনটাই নয়।
১০। মূলদ সংখ্যার ক্ষেত্রে বলা যায়-
  শূন্য হতে পারে    
  সকল স্বাভাবিক সংখ্যা
      ভগ্নাংশ সংখ্যা
 নিচের কোনটি সঠিক?
ক)     খ)        গ)      ঘ)  ,    
১১। পূর্ণ বর্গসংখ্যা নয় এরুপ সংখ্যার বর্গমূল-
ক) মূলদ সংখ্যা                      খ) অমূলদ সংখ্যা  
 গ) পূর্ণ সংখ্যা                       ঘ) সবগুলো
নিচের থেকে ১২-১৪ নং প্রশ্নের উত্তর দাও:
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৫।
১২। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?
ক) ৫               খ) ৯           গ) ১১           ঘ) ১৩
১৩।  সংখ্যা দুইটির বর্গ কি কি ?
ক) ১৪৪ ,  ১৬৯                           খ) ১২১, ১৪৪  
গ) ১৬৯, ১৯৬                              ঘ) ১৯৬, ২২৫
১৪।  দুইটি সংখ্যার মধ্যে কোনটির বর্গ থেকে ২৫ বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
ক) বড়টি   খ) ছোটটি     গ) উভয়টি   ঘ) একটিও না।
১৪।  তিন বা ততোধিক রাশির অনুপাতকে বলা হয়-
ক) একক অনুপাত                           খ) দ্বি-অনুপাত   
গ) বহুরাশিক অনুপাত                        ঘ) সবগুলো
১৫। সমানুপাতের ২য় এবং ৩য় রাশিকে বলা হয়-
ক) ১ম রাশি                                  খ) ২য় রাশি   
গ) ৩য় রশি                                   ঘ) মধ্য রাশি

Sunday, August 31, 2014

জে. এস. সি.২০১৪ ফরম পূরণ সংক্রান্ত

সুপ্রিয়, জে. এস. সি.২০১৪ পরীক্ষার্থদের অবগত করানো যাচ্ছে যে, তাদের ফরম পূরণ এবং ছবি লাগানো এবং ছবিযুক্ত করার পর শিক্ষাথীর স্বাক্ষর ০১/০৯/১৪ এবং  ০২/০৯/১৪ ইং তারিখ সম্পূর্ণ করতে হবে। তাই সকল জে এস সি পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে স্কুলে এসে ফরম পূরণ কাজে সহযোগিতা করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতিব জরুরী।

Total Pageviews

Pages

Popular Posts

Blogroll

Archives

Blogger news

 

© 2013 Haque Private Home. All rights resevered. Designed by Shuvo

Back To Top