Monday, June 19, 2017
Wednesday, March 22, 2017
Thursday, March 16, 2017
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির নতুন নম্বর বিভাজন
প্রিয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রী তোমার আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষা-২০১৭ থেকে সৃজনশীল বিষয়গুলির নম্বর বিভাজনে পরিবর্তন আসছে। নতুন নম্বর বিভঅজন অনুসারে সৃজনশীল বিষয়গুলিতে যেখানে ৬টি সৃজনশীল প্রশ্ন লিখতে হতো বর্তমানে সেখানে ৭টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। অপরদিকে বহুর্নিবাচনী প্রশ্ন থাকবে ৩০টি। উদাহরণ স্বরুপ: গণিতের ক্ষেত্রে-পাটিগণিত থেকে ৩টি, বীজগণিত থেকে ৩টি, জ্যামিতি অংশ থেকে ৩টি এবং পরিসংখ্যান থেকে ২টি প্রশ্ন থাকবে। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে ২টি করে, এবং পরিসংখ্যান থেকে ১টি প্রশ্ন নিয়ে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
By:
Unknown
On 7:42 AM
Tuesday, March 7, 2017
Monday, March 6, 2017
Wednesday, March 1, 2017
Subscribe to:
Comments (Atom)








