Tuesday, September 30, 2014
Sunday, September 28, 2014
Saturday, September 27, 2014
Friday, September 26, 2014
Thursday, September 25, 2014
Monday, September 15, 2014
সপ্তম শ্রেণির পড়াশোনা, বিষয়: গণিত (বহুনির্বাচনী)
১। পূর্ণবর্গসংখ্যার
বর্গমূল একটি-
ক) স্বাভাবিক সংখ্যা খ) অস্বাভাবিক সংখ্যা
গ) ঋনাত্বক সংখ্যা ঘ) কোনটাই নয়।
২। একক স্থানীয় অঙ্ক
৪ অথবা ৬ হলে তাদের বর্গ সংখ্যার একক স্থানে বসবে-
ক) ৪ খ)
৫ গ) ৬ ঘ) ৭
৩। বর্গমূল প্রকাশের
জন্য প্রতীক চিহ্ন রয়েছে-
ক) একটি
খ) দুইটি গ) তিনটি ঘ) চারটি
৪। ৩১৩৬ এর বর্গমূল নিচের
কোনটি?
ক) ৪৬ খ) ৫৬
গ) ৬৬ ঘ) ৭৬
৫। ১ বর্গমিটার = কত বর্গফুট?
ক) ১০.৭৬
খ) ২.৪৮ গ) ৬.৪৫ ঘ) ১৬.৩৯
৬। বর্গসংখ্যা এবং বর্গমূলের
ক্ষেত্রে বলা যায়-
ক) একক স্থানীয় অঙ্ক ২, ৩, ৭, ৮ হলে সংখ্যাটি পূর্ণ
নয়
খ একক স্থাণীয় অঙ্ক ১,
৪, ৫, ৬, ৯ হলে তা পূর্ণ বর্গ হয়
গ) শেষে জোড় সংখ্যক শূন্য
থাকলে তা পূর্ণ বর্গ হতে পারে।
ঘ) কোনটাই নয়
৭। ৬৫৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তা
পূর্ণ বর্গ হবে?
ক) ৪৮ খ) ৬
গ ১২ ঘ) ৭৪
৮। ২৬.৫২২৫ এর বর্গমূল
কত ?
ক) .৫১৫ খ) ৫.১৫
গ) ৫১.৫ ঘ) ৫১৫
৯। ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ
করলে, ভগ্নাংশের ------ পাওয়া যায়?
ক) বর্গ সংখ্যা
খ) বর্গ
গ) বর্গমূল ঘ) কোনটাই নয়।
১০। মূলদ সংখ্যার ক্ষেত্রে
বলা যায়-
শূন্য হতে পারে
সকল স্বাভাবিক সংখ্যা
ভগ্নাংশ সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক)
ও
খ)
ও
গ)
ও
ঘ)
,
ও
১১। পূর্ণ বর্গসংখ্যা
নয় এরুপ সংখ্যার বর্গমূল-
ক) মূলদ সংখ্যা খ) অমূলদ সংখ্যা
গ) পূর্ণ সংখ্যা ঘ) সবগুলো
নিচের থেকে ১২-১৪ নং
প্রশ্নের উত্তর দাও:
দুইটি ক্রমিক সংখ্যার
বর্গের অন্তর ২৫।
১২। একটি সংখ্যা ১২ হলে
অপরটি কত?
ক) ৫ খ) ৯ গ)
১১ ঘ) ১৩
১৩। সংখ্যা দুইটির বর্গ কি কি ?
ক) ১৪৪ , ১৬৯ খ) ১২১, ১৪৪
গ) ১৬৯, ১৯৬ ঘ) ১৯৬, ২২৫
১৪। দুইটি সংখ্যার মধ্যে কোনটির বর্গ থেকে ২৫ বিয়োগ
করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?
ক) বড়টি খ) ছোটটি
গ) উভয়টি ঘ) একটিও না।
১৪। তিন বা ততোধিক রাশির অনুপাতকে বলা হয়-
ক) একক অনুপাত খ) দ্বি-অনুপাত
গ) বহুরাশিক অনুপাত ঘ) সবগুলো
১৫। সমানুপাতের ২য় এবং
৩য় রাশিকে বলা হয়-
ক) ১ম রাশি খ) ২য় রাশি
গ) ৩য় রশি ঘ) মধ্য রাশি
By:
Unknown
On 8:58 AM
Saturday, September 6, 2014
Tuesday, September 2, 2014
Subscribe to:
Comments (Atom)










